দিল্লি নির্বাচন : পরীক্ষার মুখে মোদী

মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দিল্লি নির্বাচন নিয়ে প্রথমবারের মতো সত্যিকার পরীক্ষার মুখে পড়েছেন ভারতীয় জনতা দলের (বিজেপি) নরেন্দ্র মোদী। গতকাল শনিবার ৭০ আসনের দিল্লি বিধানসভার নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। গণনা শেষে নির্ধারিত দিনেই ফল প্রকাশ করা হবে। এ নির্বাচনে নির্বাচনে জয়ী হলে প্রার্থী সাবেক পুলিশ কর্মকর্তা কিরণ বেদিকে মুখ্যমন্ত্রী করার ঘোষণা দিয়েছে বিজেপি। কিন্তু জরিপ বলছে, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের কাছে পরাজিত হবেন তিনি। ভারতের শেষ সাধারণ নির্বাচনে বিজেপির ব্যাপক জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন মোদী। তারপর থেকে মোদির জনপ্রিয়তার জোয়ার বইছে, কিন্তু তা যেন দিল্লিতে এসে থমকে গেছে। মোদী ঢেউকে ছাপিয়ে আম আদমির পালে জোর হাওয়া লেগেছে। কয়েক মাস আগেও মোদীর বিজেপির সামনে কেউ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, তাও আবার খোদ রাজধানী দিল্লিতে, তা ভাবতেও পারেননি কেউ। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর সাম্প্রতিক মাসগুলোতে রাজ্য নির্বাচনে একের পর এক জয় পেয়েছে বিজেপি। দিল্লি জয় করে নিজের মুকুটে আরেকটি পালক গুজবেন মোদী, এমন ধারণাই প্রচলিত ছিলো। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শক্তিশালী নির্বাচনী প্রচারণার মাধ্যমে সামনে চলে আসেন ‘আম আদমি পার্টি বা সাধারণ জনতার দলের নেতা কেজরিওয়াল। বাড়তে থাকা দ্রব্যমূল্য, চাকরির অনিশ্চয়তা ও দুর্নীতি দিল্লি খেটে খাওয়া মানুষদের দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা কেজরিওয়ালের আম আদমির পতাকার নীচে জড়ো করেছে।