স্টাফ রিপোর্টার: বণার্ঢ্য নানা আয়োজনে চুয়াডাঙ্গায় চ্যানেল আইয়ের জন্মদিন পালন করা হয়েছে। ১৫তম জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শহরের শিল্পকলা একাডেমী চত্বর থেকে একটি দৃষ্টিনন্দন শোভাযাত্রা বের করা হয়। গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রায় অংশ নেয়, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
দেশত্ববোধক গান ও বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে জাঁকজমকপূর্ণভাবে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। কেক কাটেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক এসএম রেজাউল করিম ও পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। কেক কাটা শেষে চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি রাজীব হাসান কচির সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চ্যানেল আই এবং আজকের বাংলাদেশ পেক্ষাপট শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম রেজাউল করিম, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, প্রবীণ সাংবাদিক প্রেসক্লাবের আহ্বায়ক মাহতাব উদ্দীন, জেলা বিএনপির যুগ্মসম্পাদক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য সচিব নাসির উদ্দীন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মরিয়ম শৈলী, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা সংবলিত পত্র ও ক্রেস্ট জেলা প্রশাসকের হাতে তুলে দেয়া হয়।