একদিকে জোরদার গ্রেফতার অভিযান অপরদিকে নাশকতা : অশান্তির আগুনে জ্বলছে গোটা দেশ
স্টাফ রিপোর্টার: বিচ্ছিন্ন সহিংসতায় বিএনপি জোটের ডাকা অবরোধের ৩২তম দিন অতিবাহিত হয়েছে। এরই মাঝে চলমান অবরোধের মধ্যেই আগামীকাল রোববার থেকে আবারও টানা ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করেছে আন্দোলনরত জোট। এদিকে গতরাতে গাইবান্ধার তুলসীঘাট এলাকায় নাপু এন্টারপ্রাইজের একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় এক শিশুসহ ৪ জন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। গতরাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নাপু এন্টারপ্রাইজের বাসটি ঢাকা যাওয়ার পথে গাইবান্ধার তুলসীঘাটে এলে বাস লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে বাসে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই শিশুসহ ৪ জন নিহত হন। আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর দগ্ধদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এর আগে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমায় ৭ জন নিহত হয়।
দেশের প্রায় সব স্থানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাতক্ষীরায় গ্রেফতারের পর এক ছাত্রদল কর্মীকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া আরও কয়েকটি স্থানেও বিরোধী কর্মীদের ওপর গুলি চালানো হয়েছে। নোয়াখালীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। ফেনীতে কার্ভাড ভ্যানে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে হেলপার অগ্নিদগ্ধ হয়েছেন। গাইবান্ধার পলাশবাড়িতে দুটি ট্রাকে আগুন দেয়া হয়েছে। হামলা হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের অফিসে। ওদিকে অবরোধের পাশাপাশি আগামী রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপি ফের ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট। দেশব্যাপি ক্রসফায়ারে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী হত্যা, গুলি করে নেতা-কর্মীদের পঙ্গু ও আহত, নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ, সকল রাজবন্দির মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেয়া হয়েছে। গতকাল রাতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ ঘোষণা দেন। ওদিকে দলের নেতা হত্যার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা দেশব্যাপি হরতালের ঘোষণা দিয়েছে ছাত্রশিবির।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধে গতকাল রাজধানীর পৃথক স্থানে যাত্রীবাহী বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টায় রমনা থানাধীন মালিবাগ মোড়ে দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ওই বাসটি পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, মালিবাগে বাসে অগ্নিসংযোগের কোন সংবাদ তারা পাননি।
এদিকে সকাল ১১টায় পল্টন থানাধীন শান্তিনগর মোড়ে পুলিশের টহল দলের একটি গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সেখানে পেট্রোলবোমা বিস্ফোরণ ও একটি গাড়ি ভাঙচুর করেছে তারা। এতে একজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। রাজশাহী পুঠিয়া উপজেলার বেলপুকুরে পেট্রোলবোমা হামলায় হেলপার পিন্টু নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সকালে পিন্টুর পিতা আহমদ আলী বাদী হয়ে পুঠিয়া থানায় মামলাটি করেন। ওই মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। ৮ ও ৯ ফেব্রুয়ারি বরিশাল বিভাগে হরতাল ডেকেছে বিএনপি। গতকাল মহানগর বিএনপির সভাপতি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লক্ষ্মীপুর হরতাল অবরোধে পেট্রলবোমা হামলায় পিকআপের চালক কামাল হোসেন হত্যা মামলার আসামি মান্দারী ইউনিয়ন জামায়াতের আমীর শাহ আলম লক্ষ্মীপুর জেলা শিবিরের সাবেক সভাপতি জহুরুল ইসলামসহ বিএনপি জামায়াত শিবিরের নেতাকর্মীসহ ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার আশঙ্কায় দিনাজপুরে বিএনপি-জামায়াতের ৭ জন নেতাকর্মীসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ। মানিকগঞ্জ জেলায় প্রতিদিনই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রয়েছে। গতকালও পুলিশ জেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করেছে বিএনপির ৯ জন নেতাকর্মীকে। ফেনীতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় বাচ্চু হাওলাদার (২৮) নামের এক কাভার্ডভ্যান হেলপার দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে মারলে সে দগ্ধ হয়। বাচ্চু ঝালকাঠি জেলার রাজাপুর থানার পটিয়াখালী গ্রামের ছহমদ হাওলাদারের ছেলে। হবিগঞ্জের ৯টি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২২ আসামিকে গ্রেফতার করেছে।
সাতক্ষীরা পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন এক ছাত্রদল নেতা। এ সময় ঘটনাস্থল থেকে একটি শাটারগান উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া উপজেলার ঠাকুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতের নাম আবদুল মুজিদ। তিনি সাতক্ষীরার কলারোয়া পৌর ছাত্রদল সভাপতি। গত বৃহস্পতিবার রাত ১২টা দিকে কলারোয়া উপজেলার ঠাকুরবাড়ী এলাকায় নাশকতার লক্ষ্যে বেশ কয়েকজন জড়ো হয়েছে এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে আবদুল মজিদকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।
কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশ গত বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট পৌরবাজার থেকে জামায়াতের দু কর্মীকে গ্রেফতার করেছে। খুলনা দৌলতপুর থানা পুলিশ বিএনপি নেতা নজরুল ইসলাম নাজু সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ শিবির নেতা ইমরান হোসেন, মোস্তাফিজ, হুসাইন, সোহেল তানভীর, গোলাম আযম ও জহুরুলসহ ৪৭ জনকে গ্রেফতার করেছে।