চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি ও রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বনভোজন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে এ বনভোজন অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ রেডক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের ভাইস চেয়ারম্যান চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, রেডক্রিসেন্ট ও ডায়াবেটিক সমিতির সেক্রেটারি ফজলুর রহমান, ডায়াবেটিক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাড. সেলিম উদ্দিন খান, ডায়াবেটিক সমিতির কার্যকরী সদস্য সদস্য গোলাম মোর্তজা, অ্যাড. রফিকুল ইসলাম ও কোহিনুর বেগম, রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরী সদস্য আজাদ মালিতা, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, শহিদুল হক শাহান, পলি জামান, চুয়াডাঙ্গা ইউনিট অফিসার উপপরিচালক হায়দার আলী, মেহেরপুরের ইউনিট অফিসার জিয়াউল হক ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।