চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের প্রতিবাদসভা : হরতাল সফল করার আহ্বান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের এক প্রতিবাদসভা গতকাল শুক্রবার সকাল ১১টায় পান্না সিনেমাহলের পাশে অনুষ্ঠিত হয়। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলাসহ দেশব্যাপি ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনসহ হত্যা এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম হাসান টুটুল। প্রধান অতিথি ছিলৈন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা ফরিদুল ইসলাম শিপলু। বক্তব্য রাখেন আমানুল্লাহ রুবেল, মিলন, আলী লিমন, আজাদুল ইসলাম আজাদ, আশিকুল হক শিপলু, ইমরান মহলদার রিণ্টু, পারভেজ মহলদার, ওয়ালিদ প্রমুখ।

বক্তারা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম হাসান টুটুল, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে অহিদুল ইসলাম বিশ্বাসসহ সকল গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে চলমান আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল সর্বাত্মক পালনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।