স্টাফ রিপোর্টার: পাবনা সদর উপজেলার ধর্মগ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মঙ্গল প্রামাণিক (৩৮) নামের একজন নিহত এবং রাশিদুল ইসলাম (২২) নামের একজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, নিহত মঙ্গল প্রামাণিক এবং আটক তিনজন চরমপন্থি দল বাহিনীর সদস্য। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, দুপুর আড়াইটার দিকে গ্রামে রুবেল হোসেনের মাছের খামারের একটি ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় মঙ্গল প্রামাণিককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পাবনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জিয়াউল কাজিম খান বলেন, আহত মঙ্গলের ডানহাতের কবজি ও বাম হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো। তার মুখেও আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের চিন্তা করা হচ্ছিলো। কিন্তু হাসপাতাল ত্যাগের আগেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে তিনি মারা যান।