স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে জয় পায় বাংলাদেশ। দলের পক্ষে নাসির একমাত্র জয়সূচক গোলটি করেন। স্বাগতিক বাংলাদেশ দলের সেমিফাইনাল ম্যাচ দেখতে মাঠে ২৭ হাজার দর্শক উপস্থিত ছিলেন। খেলার প্রথমার্ধের ৩৯ মিনিটে বাংলাদেশ নাসির উদ্দিনের দেয়া গোলে এগিয়ে যায়। উপস্থিত দর্শকরা করতালি দিয়ে স্বাগত জানান। পরে দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি থাইল্যান্ড দল। বাংলাদেশ দলও আক্রমণ পাল্টা আক্রমণ নিয়ে খেলে জয় নিয়েই মাঠ ছেড়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করেন।
আগামীকাল রোববার ফাইনালে বাংলাদেশ দল মালয়েশিয়ার বিরুদ্ধে শিরোপার জন্য লড়াইয়ে মাঠে নামবে। গতকাল শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই থাইল্যান্ডের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণ শানিয়ে থাই দলের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে টাইগাররা। ম্যাচের ৫ মিনেটে মামুনুল ইসলাম ডান প্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন। পাস দেন সোহেল রানাকে। কিন্তু রানা কৌশলে জোড়ালো শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়।
খেলার ৩৯ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। কর্নার থেকে মামুনুলের উড়ে আসা বলে বাম পায়ের শটে জালে জড়ান নাসির উদ্দিন। সাথে সাথে গোটা স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের খেলায় দু দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। তবে বাংলাদেশ থাইল্যান্ড দু দলেরই গোল মিসের মহড়া দেখা দেয়া। শেষ পর্যন্ত নাসির উদ্দিনের দেয়া গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়।