শেখ জামাল স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টিন টুর্নামেন্টে চুয়াডাঙ্গা অ্যাপারেল ফ্যাশন চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক: শেখ জামাল স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে চুয়াডাঙ্গা অ্যাপারেল ফ্যাশন চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা বাগানপাড়া ব্যাডমিন্টন গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে অ্যাপারেল ফ্যাশান ১৫-৩, ১৫-৬ সেটে নন্দনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে শেখ জামাল চুয়াডাঙ্গা ক্লাবের সভাপতি মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি তরুণ ক্রীড়া সংগঠক নঈম হাসান জোয়ার্দ্দার । বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইসলাম রকিব, আব্দুল আলিম ফটিক, বেল্টু মিয়া এমএ রানা ও রাসেল। প্রতিযোগিতার আয়োজনে সার্বিক সহযোগিতা করেন রাজা, লিখন, তারিক, মেহেদী, বাপ্পী প্রমুখ। খেলাগুলো পরিচালনা করেন মোহাম্মদ আলী নান্নু ও শেলটন। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।