কাশ্মিরের সংগ্রামে সমর্থন দিয়ে যাবে পাকিস্তান

মাথাভাঙ্গা মনিটর: কাশ্মিরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীনতা সংগ্রামের প্রতি পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বৃহস্পতিবার কাশ্মির দিবস উপলক্ষে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের আইনসভায় দেয়া ভাষণে নওয়াজ এ প্রতিশ্রুতি দেন বলে দ্য ডন জানিয়েছে। ভাষণে কাশ্মির বিতর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজ নিজ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। একটি ন্যায্য প্রস্তাব এ বিতর্কের অবসান ঘটিয়ে এ অঞ্চলে শান্তি আনতে পারে বলে মন্তব্য করেন তিনি। ক্যামেরুনে বোকো হারামের হামলায় নিহত শতাধিক উত্তর ক্যামেরুনের ফোটোকোল টাউনে হামলা চালিয়ে বোকো হারাম জঙ্গিরা শতাধিক মানুষকে হত্যা করেছে। শহরের একটি মসজিদে ও ঘরে ঘরে ঢুকে এসব লোককে জঙ্গিরা হত্যা করেছে বলে বুধবার জানিয়েছেন টাউনটির এক জননেতা। মঙ্গলবার চাদের সেনাবাহিনীর হামলায় জঙ্গিগোষ্ঠীটির দু শতাধিক সদস্য নিহত হওয়ার পর এ হত্যাযজ্ঞের শিকার হলো ফোটোকোল। টেলিফোনে জননেতা আবাৎচৌ আবাৎচা বলেছেন, বুধবার ভোরে গাম্বারু হয়ে ফোটোকোলে প্রবেশ করে বোকো হারাম জঙ্গিরা। তারা মসজিদে ও বাড়িগুলোতে প্রবেশ করে শতাধিক মানুষকে হত্যা করে। তারা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। হামলা চলাকালে তার এক ছেলেকে গুলি করে করে হত্যা করেছে জঙ্গিরা, জানিয়েছেন তিনি। ক্যামেরুনের ল’ওয়েল দ্যো সাহেল সংবাদপত্র জানিয়েছে, নিহতদের অনেকরই গলা কাটা ছিলো। ক্যামেরুনের তথ্যমন্ত্রী ইসা চিরোমা এ হত্যাযজ্ঞ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে তিনি বলেছেন, ক্যামেরুন সেনাবাহিনী ব্যাপক লড়াইয়ের পর ওই সীমান্ত শহরটি থেকে বোকো হারাম জঙ্গিদের হটিয়ে দিয়েছে। এ লড়াইয়ে ৫০ জঙ্গি ও ছয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

Leave a comment