জীবননগরে বেআইনিভাবে পেট্রোল বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 

জীবননগর ব্যুরো: রাস্তার পাশে প্রকাশ্যে বেআইনিভাবে পেট্রোল বিক্রির দায়ে জীবননগর উপজেলায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ও বিক্রিত পেট্রোল জব্দ করা হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে পেট্রোল জব্দ ও জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহরের কয়েকটি স্থানে প্রকাশ্যে দাহ্য পদার্থ বিক্রি করা হচ্ছিলো। সম্প্রতি উপজেলা প্রশাসন থেকে প্রকাশ্যে দাহ্য পদার্থ বিক্রি নিষিদ্ধ করে মাইকিং করে। এরপরও বেশ কয়েক জন অসাধুব্যবসায়ী প্রকাশ্যে দাহ্য পদার্থ বিক্রি করে আসছিলেন। এ অবস্থায় গতকাল বাসস্ট্যান্ডের সেকেন্দার আলীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৬ লিটার পেট্রোল জব্দসহ ১ হাজার টাকা জরিমানা, নারায়ণপুর মোড়ের আব্দুল মোতালেবের দোকান থেকে ৩ লিটার পেট্রোল জব্দসহ ৫ হাজার টাকা জরিমানা ও পিয়ারাতলার হুমায়ুন কবীরের দোকান হতে ৩ লিটার পেট্রোল জব্দসহ তাকে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ইউএনও নুরুল হাফিজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। থানার এসআই আবুল হাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।