ঢাকা যাত্রাবাড়ীতে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে ২ যুবক নিহত

 

স্টাফ রিপোর্টার: ঢাকা যাত্রাবাড়ীর মাতুয়াইলে ৱ্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে দু যুবক নিহত হয়েছেন। ৱ্যাব জানিয়েছে, নিহত দু যুবক ৱ্যাবের গাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে মারলে ৱ্যাব গুলি ছোড়ে। এতে এ দু যুবক নিহত হন। গত মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। ৱ্যাব-১০’র প্রধান (সিও) অতিরিক্ত ডিআইজি জামিল আহম্মেদ জানান, ৱ্যাবের টহল টিমের গাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা ছুঁড়ে মারে দু যুবক। ৱ্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে তাদের ধাওয়া করলে ৱ্যাবকে লক্ষ্য করে তারা গুলি চালায়। এ সময় ৱ্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গুলি বিনিময়ের এক পর্যায়ে অজ্ঞাতপরিচয় ওই যুবক নিহত হন। তিনি আরো জানান, বন্ধুকযুদ্ধের সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি রিভলবার, ২টি অবিস্ফোরিত পেট্রোলবোমা, ৪টি ককটেল উদ্ধার করা হয়। ৱ্যাবের এ কর্মকর্তা জানান, ওই দু যুবক মোট ৩টি পেট্রোলবোমা এনেছিলো। এর মধ্যে একটি ৱ্যাবের গাড়িতে ছুঁড়ে মারায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত পরিচয় মেলেনি।

Leave a comment