জাতীয় সমাবেশ কুচকাওয়াজে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন ৫ বীর মুক্তিযোদ্ধা

স্টাফ রিপোর্টার: জাতীয় সমাবেশ কুচকাওয়াজ ২০১৫’র আনুষ্ঠানিকতায় যোগ দিতে চুয়াডাঙ্গার ৫ জন মুক্তিযোদ্ধা আজ বুধবার ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আমন্ত্রণের প্রেক্ষিতে জাতীয় সমাবেশ কুচকাওয়াজে যোগদানের উদ্দেশে চুয়াডাঙ্গার যারা আজ ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন তারা হলেন- চুয়াডাঙ্গা জেলা সদরের খেজুরার মৃত কাজী আলতাফ হোসেনের ছেলে কাজী আবুল কাসেম, ভুলটিয়ার মৃত নেয়াব আলীর ছেলে রহমত আলী, সরোজগঞ্জ বুড়োপাড়ার মৃত কিয়ামত উদ্দীন খন্দকারের ছেলে খোন্দকার আব্দুল করিম, বেগমপুরের কৃষ্ণপুরের মৃত আব্দুল খালেকের ছেলে সুরুজ বাঙ্গালী ও জীবননগরের কন্দর্পপুর হাসাদহের মৃত সরাফত আলীর মণ্ডলের ছেলে সামসুল হক।

Leave a comment