কুষ্টিয়া ও ঝিনাইদহে বুধ-বৃহস্পতি ইবি ছাত্রদলের হরতালের ডাক

ইবি প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মামলা ও ছাত্রদল সভাপতি ওমর ফারুককে আটকের প্রতিবাদে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় বুধ ও বৃহস্পতিবার ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদল। গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্রদলের দফতর সম্পাদক সাহেদ আহম্মদ স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এ তথ্য জানানো হয়।

প্রেসবার্তায় বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন দমনে সরকার বিরোধীদলের কর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন শুরু করেছে। তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছে। দেশব্যাপি সরকার নির্যাতনের মহোৎসবে মেতে উঠেছে। এতে আরও বলা হয়, সারাদেশের ২০ দলীয় নেতাকর্মীদের ওপর সরকার নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে। বিরোধীদলের আন্দোলন দমনের অংশ হিসেবে সরকার জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ওমর ফারুককে আটক করেছে।

প্রেসবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দায়ের ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুকের আটকের প্রতিবাদে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরে ৩৬ ঘণ্টার হরতাল আহ্বান করা হয়েছে। বুধবার সকাল ছয়টা থেকে শুরু হয়ে কাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল চলবে।

Leave a comment