দামুড়হুদার ৩টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত : জরিমানা

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা এনডিসি মো. মুনিবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দামুড়হুদা বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছেন। এ অভিযানে ৩টি ইটভাটা মালিকের কাছ থেকে প্রায় দেড়লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ইটভাটা মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা এনডিসি মো. মুনিবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইটভাটায়। দর্শনা আজমপুরের সুপার ব্রিকসে রেজিস্ট্রেশন না থাকায়, আবাসিক মহল্লা ও পৌরসভার মধ্যে ব্রিকস স্থাপন করা, কাঠ পোড়ানোসহ বিভিন্ন অপরাধে পরিবেশ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ২০১৩ আইনের ৬ ধারা মোতাবেক ব্রিকসের মালিক ফরমান আলীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক মুনিবুর রহমান। দর্শনা আকন্দবাড়িয়া স্টার ব্রিকসে কাঠ পোড়ানোর অপরাধে ব্রিকসের মালিক ইদ্রিস আলীকে ৩০ হাজার টাকা ও দামুড়হুদা ফ্রেশ ব্রিকসে কাঠ পোড়ানোর অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া অঞ্চল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম, চুয়াডাঙ্গা আদালতের পেশকার নাজমুল হক ও দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান। আদালত পরিচালনাকালে বিভিন্ন ব্রিকসে সতর্ক করা হয়েছে।

উল্লখ্য, দামুড়হুদার প্রায় সবকটি ইটভাটায় কয়লার পাশাপাশি প্রচুর পরিমাণ কাঠ পোড়ানো হচ্ছে। ফলে পরিবেশ দিন দিন ভারসাম্য হারাচ্ছে। কাঠ পোড়ানো বন্ধে সকলকে এগিয়ে এসে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে সচেতন মহলের মন্তব্য।

Leave a comment