দিল্লির নির্বাচনী জরিপে এগিয়ে আম আদমি পার্টি

মাথাভাঙ্গা মনিটর: দিল্লির বিধানসভা নির্বাচনের তিনটি প্রভাবশালী জরিপে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি)। এসব জরিপের উপর ভিত্তি করে করা বিশ্লেষণে এনডিটিভি জানিয়েছে, দিল্লির ৭০ আসনের বিধানসভা নির্বাচনে ৩৭টি আসন পেতে যাচ্ছে এএপি । এই সংখ্যা এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩৫টি আসন থেকে দুটি বেশি। এই পূর্বাভাস ফললে এএপি’র কেজরিওয়াল আবার দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন এতে কোনো সন্দেহ নেই। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতজুড়ে বিজেপি’র যে জয়জয়কার শুরু হয়েছে তার ডামাডোলে দিল্লিবাসী যে আম আদমিকে ভুলে যায়নি, এ নির্বাচন সেই কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। জরিপের পূর্বাভাস অনুযায়ী দিল্লিতে এবার বিজেপি ও তার মিত্রদের আসন কমবে। ২০১৩ সালের সর্বশেষ নির্বাচন থেকে তিনটি আসন কমে ২৯টি আসন পাবে বিজেপি ও তার মিত্ররা। আর কংগ্রেস পাবে মাত্র চারটি আসন। ৭ ফেব্রুয়ারি শনিবার দিল্লিতে নির্বাচন। এই নির্বাচনের ভোট গণনা হবে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার। ওই দিন সন্ধ্যার মধ্যেই জানা যাবে জরিপ অনুযায়ী মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালকেই বেছে নিয়েছেন কিনা দিল্লির ভোটাররা, নাকি ‘মোদী ঢেউ’ তাদেরও ভাসিয়ে নিয়ে গেছে।

Leave a comment