চুয়াডাঙ্গায় ওয়ারেন্টভুক্ত দু আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দু ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- বলাকাপাড়ার টোকন ও সাতগাড়ির শিকদার। তাদেরকে গতকালই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া বলাকাপাড়ার হুমায়ূন কবিরের ছেলে টোকনের বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। সে দীর্ঘদিন পলাতক ছিলো গতকাল সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এএসআই তকিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কোর্টমোড় থেকে তাকে গ্রেফতার কনে।

অপরদিকে, সাতগাড়ি গ্রামের আলতাফ হোসেনের ছেলে হৃদয় হোসেনের শিকদারকে গতকাল বেলা সাড়ে ৩টার দিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্টি হলে পালিয়ে ছিলো। গ্রেফারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Leave a comment