গাংনী প্রতিনিধি: র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা রেজাউল করিম (৩০) নামের এক মাদক বিক্রেতাকে ৬৯ পুরিয়া হেরোইনসহ আটক করেছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে তাকে ধলা গ্রামে নিজ দোকান থেকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, ক্যাম্প কমান্ডার এএসপি রমজান আলীর নেতৃত্বে র্যাবের একটি দল ধলার মোড় বাজারে রেজাউলের গার্মেন্টেসের দোকানে অভিযান চালায়। এ সময় রেজাউলকে ৬৯ পুরিয়া হেরোইনসহ আটক করেন র্যাব সদস্যরা। তার নামে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাবসূত্র জানিয়েছে।