দামুড়হুদায় দু শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নাপিতখালী গ্রামের রিনা খাতুন (২৮) নামের এক গৃহবধূ দু সন্তানসহ এক সপ্তা ধরে নিখোঁজ রয়েছে। গত ২৫ জানুয়ারি দুপুর আনুমানিক ২টার দিকে দু বছর বয়সী ছেলে জিহাদ ও ১২ বছর বয়সী মেয়ে ঝুমাকে সাথে নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজ গৃহবধূ উপজেলার নাপিতখালী গ্রামের আতিকুর রহমানের ১ম স্ত্রী। প্রতিবেশীরা জানান, আতিকুর তার ১ম স্ত্রীকে রেখে লোকনাথপুরে ২য় বিয়ে করে। ২য় বিয়ের পর থেকে ১ম স্ত্রীকে মাঝে মধ্যেই মারধর করতো। এ ঘটনায় মেয়ের পিতা জাফর মালিথা দিশেহারা হয়ে পড়েছেন। তিনি বলেন, আমার মেয়ে ও ২ নাতি বেঁচে আছে না মারা গেছে তাও বুঝতে পারছি না। বাড়ি ফিরে আসবে আসবে করে ১ সপ্তা হয়ে গেলো এখনও এলো না।