টিপ্পনী

 

খবর:(অবরোধের সাথে বাহাত্তর ঘণ্টার হরতাল শুরু)

 

বাসে আগুন ঘরে আগুন

পারলে সবাই জাগুন জাগুন।

ঘর পুড়ে যায় বর পুড়ে যায়

কী যে উপায় কী যে উপায়।

 

হাটে বোমা ঘাটে বোমা

কী হলো ছাই এ কী ও মা

এদিক ওদিক যায় পড়ে লাশ

কী সর্বনাশ কী সর্বনাশ।

 

কান পাতলেই শুধু শুনি

দেশটা জুড়ে খুনোখুনি

স্বার্থ নিয়ে সবাই ঘোর

বিপদ আমার এবং তোর!

 

 

-আহাদ আলী মোল্লা