সরোজগঞ্জ জলিবিলা যুবসঙ্ঘের ক্লাবে টেলিভিশন প্রদান

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উদ্যোগে আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক গত শুক্রবার রাতে সরোজগঞ্জ জলিবিলা যুবসঙ্ঘ ক্লাবে টেলিভিশন প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা যুবলীগের যুগ্মআহ্বায়ক নিলুয়ার হোসেন, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, যুগ্মসম্পাদক শঙ্কর শর্মা, সাবেক সহসভাপতি আশিকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, মেহেদী ও হোসেন আলী। ক্লাবের পক্ষে টেলিভিশনটি গ্রহণ করেন ক্লাব সভাপতি বিপ্লব আহাম্মেদ সদস্য আজিজুল, মাসুদ, আলতাব, নাজিম প্রমুখ। এছাড়া একই দিন শাহাপুর ডাক্তারপাড়া সানমুন ক্লাবে ১টি টেলিভিশন প্রদান করা হয়।

Leave a comment