সভাপতি শাকিব খান অমিত হাসান সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৫-২০১৬) নির্বাচনে সভাপতি পদে শাকিব খান ও সাধারণ সম্পাদক পদে অমিত হাসান জয়লাভ করেছেন। গত শুক্রবার রাতে নির্বাচন কমিশনার মিজু আহমেদ ফলাফল ঘোষণা করেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্য়ন্ত এফডিসিতে অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। একটির নেতৃত্ব দেন শাকিব খান- মিশা সওদাগর, অন্যটির নেতৃত্ব দেন ড্যানি সিডাক ও মিজু আহমেদ। ফলাফলে ৩৫৬ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাকিব খান, সাধারণ সম্পাদক পদে ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অমিত হাসান। নির্বাচনে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী ছিলেন আহমেদ শরীফ এবং অমিত হাসানের প্রতিদ্বন্দ্বী ছিলেন মিশা সওদাগর। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওমর সানি ও নাদের খান। নির্বাচনে ৫৭৯ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোট প্রয়োগ করেন। অন্য পদের মধ্যে সহসাধারণ সম্পাদক মো. আরমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সংগঠনিক সম্পাদক সুব্রত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সানু শিবা, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল এবং কার্যনির্বাহী সদস্য পদে আলীরাজ, মৌসুমী, আমির সিরাজি, ববি, জেসমিন, ফরহাদ, রকিব খান, আফজাল শরীফ, আমিরা, সুশান্ত ও শহীদুল আলম সাচ্চু জয়ী হয়েছেন।