দামুড়হুদার গোচিয়ারপাড়ায় শাহানারা হত্যা মামলা : জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
দর্শনা অফিস/দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার গোচিয়ারপাড়ায় চার সন্তানের জননী শাহানারাকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা মামলায় পুলিশ পরকীয়া প্রেমিক আসাদুলকে গ্রেফতার করেছে। আসাদুলকে পুলিশি জিজ্ঞাসাবাদে হত্যার চাঞ্চল্যকর তথ্য মিলেছে। শাহানারা ধর্ষণ ও হত্যা মামলায় পুলিশ আসাদুলকে আদালতে সোপর্দ করেছে। হত্যার নেপথ্য উদঘাটনে মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের পুলিশি রিমান্ডের আবেদন করেছে। গত বৃহস্পতিবার রাতে দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের জগন্নাথপুর গোচিয়ারপাড়ার আ. আজিজ খানের স্বামী পরিত্যক্তা মেয়ে চার সন্তানের জননী শাহানারাকে তার বাড়ির পেছনের বাঁশবাগানে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ধর্ষণ ও হত্যার অভিযোগের আঙুল ওঠে একই গ্রামের বাজারপাড়ার নজির উদ্দিনের ছেলে আসাদুল ইসলামের দিকে। ঘটনার পর থেকে আসাদুল গা ঢাকা দেয়। ধর্ষণ ও হত্যা ঘটনায় শাহানারার ভাই আজাদ বাদী হয়ে গত শুক্রবার দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ আহসান হাবীবের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমদাদুল হোসেন গতপরশু রোববার রাতে নিহত শাহানারার পরকীয়া প্রেমিক আসাদুলকে গ্রেফতার করেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমদাদুল হোসেন।