সরোজগঞ্জ বোয়ালিয়ার রাসেল ফেনসিডিলসহ পুলিশের হাতে পাকড়াও

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বোয়ালিয়ার রাসেলকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে সাহেবনগর-খাসকররা সড়কের কালর্ভাটের নিকট থেকে তাকে আটক করা হয়। আটকের সময় তার নিকট থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলেছে, চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বোয়ালিয়ার সাজ্জাদ হোসেনের ছেলে রাসেল ১০ বোতল ফেনসিডিল নিয়ে কালর্ভাট অতিক্রম করছিলো। এ সময় সদর থানার এসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে ওই কালভার্টের দিকেই যাচ্ছিলেন। পুলিশ দেখেই রাসেলের আচরণ সন্দেহজনক হয়ে ওঠে। তাকে চ্যালেঞ্জ করতেই তার নিকট থেকে উদ্ধার হয় ফেনসিডিল। তাকে গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।