গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী থানা পুলিশ কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে কলোনি থেকে প্রিন্সেস সোনিয়া (২৫) নামের এক নৃত্যশিল্পীকে গ্রেফতার করেছে। গাংনী থানার একটি অপহরণ মামলার সন্দেহভাজন হিসেবে গত রোববার তাকে গ্রেফতার করে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
গাংনী থানাসূত্রে জানা গেছে, গাংনী উপজেলার হিন্দা গ্রামের একছারুল ইসলামের ছেলে পিপুল হোসেন ২২ সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে গাংনী থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। নিখোঁজের আগে পিপুলের সাথে মোবাইলফোনে কথা হয় সোনিয়ার। এর সূত্র ধরেই পুলিশ সোনিয়াকে গ্রেফতার করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, সোনিয়ার কাছে যাওয়ার জন্যই বাড়ি থেকে বের হয় পিপুল। তবে সোনিয়াকে জিজ্ঞাসাবাদে এ বিষয়ে কোনো তথ্য মেলেনি। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তথ্য পাওয়া যাবে বলে ধারণা করছে পুলিশ।