গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে রোববার মধ্যরাতে একটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে ৪টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে ডাকাতদলের সদস্যরা।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, ঘটনার সময় হাড়াভাঙ্গা গ্রামের বকুল হোসেনের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও সোনার গয়নাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। গ্রামবাসীর প্রতিরোধের মুখে পরপর ৪টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ত্যাগ করে ডাকাতদল। তবে এতে কেউ হতাহত হয়নি।