দুর্ঘটনায় স্বামী-স্ত্রী আহত : পঙ্গুতে রেফার স্ত্রী

 

স্টাফ রিপোর্টার: করিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী আব্দুল মান্নান ও স্ত্রী রিনা খাতুন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। স্বামী আব্দুল মান্নান (৫০) প্রাথমিক চিকিৎসা নিলেও স্ত্রী রিনা খাতুনের (৪৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গুতে রেফার করা হয়েছে।

জানা গেছে, পাবনা ঈশ্বরদীর নিগোরহাটা গ্রামের আব্দুল মান্নান ও তার স্ত্রী রিনা খাতুনকে নিয়ে ৪/৫ মাসে আগে জীবননগর উপজেলার মনোহারপুর বস্তিতে বসবাস করে আসছে। গতাকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টার দিকে তারা মনোহারপুর থেকে করিমনযোগে দর্শনার উদ্দেশে রওনা হয়ে আকন্দবাড়িয়ায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী দুজনই আহত হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে রিনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা পঙ্গুতে নেয়ার পরামর্শ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রাখা ছিলো। আব্দুল মান্নান জানান, আমরা গরিব মানুষ ঢাকায় চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে পাবো কোথায়?

Leave a comment