মাথাভাঙ্গা মনিটর: অসাধারণ এক শতক করে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে জয় এনে দিয়েছেন কুমার সাঙ্গাকারা। গতকাল বৃহস্পতিবার ওয়েলিংটনে স্বাগতিকদের বিপক্ষে শ্রীলঙ্কার জয়টি ৩৪ রানে। এ জয়ে সফরকারীরা সিরিজ হারের ব্যবধান কমিয়ে ৪-২ করেছে।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। ৪১ বলে ৩০ রান করে আউট হওয়ার হওয়ার আগে তিলকারত্নে দিলশানের সাথে উদ্বোধনী জুটিতে ৭১ রান তোলেন লাহিরু থিরিমান্নে। শ্রীলঙ্কার বড় সংগ্রহের ভিত্তি অবশ্য গড়ে দেন দিলশান আর সাঙ্গাকারা। দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়েন তারা। ১৭.৫ ওভার স্থায়ী জুটিটিতে ৫.৮৩ গড়ে রান তোলেন এই দুজন। দিলশান ৮১ রান করে আউট হন। ৯৮ বলের ইনিংসটি ৫টি চার ও একটি ছয়ে সাজান তিনি। ম্যাচ সেরা সাঙ্গাকারা ওয়ানডে ক্যারিয়ারের ২১তম শতক করেন। ১০৫ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংসটি তিনি সাজান ১৪টি চারে। এরপর আর কোনো ব্যাটসম্যান বড় স্কোর না পাওয়ায় ৬ উইকেট হারিয়ে ২৮৭ রানই তুলতে পারে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে কোনো রান তোলার আগেই মার্টিন গাপটিলকে হারায় নিউজিল্যান্ড। শুরুর এ ধাক্কা আর সামলে উঠতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪৫.২ ওভারে ২৫৩ রানে অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন সিরিজ সেরা কেন উইলিয়ামসন।