বিজয়ীদের অভিনন্দন পরাজিতদের শুভ কামনা

চুয়াডাঙ্গার ঐহিত্যবাহী ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ঐহিত্যবাহী ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল নয়টায় বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং কবুতর অবমুক্তকরণের মধ্যদিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।

প্রধান অতিথি বলেন, প্রতিটি বিষয়ে জয় পরাজয় থাকবেই, তবু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। যারা জিতেছে তাদেরকে অভিনন্দন এবং পরাজিতদের জন্য অনেক শুভকামনা। আজকের পরাজিতরা একটু চেষ্টা করলে আগামীতে সফলকাম হতে পারবে। তবে নিয়মিত পড়াশোনা করার পরই খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোনীবেশ করতে হবে। উদ্বোধন পর্বে বিদ্যালয়ের ছাত্রীরা মার্চপাস্ট করে। এছাড়া প্রতিযোগিতার মশাল প্রজ্জ্বলন করে বিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে। সবমিলে জাঁকজমক আয়োজনে উদ্বোধনপর্ব অনুষ্ঠিত হয়। উদ্বোধনী মঞ্চে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম ও প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। অনুষ্ঠানটি সমন্বয় করেন শিক্ষক শামসুননাহার শিলা। সহযোগিতায় ছিলেন বিলকিস বেগম, সেলিম বেগম ও সামসুন্নাহার এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন নাসির উদ্দিন ও সাইফুল ইসলাম।

উদ্বোধনের পর দিনভর বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে ৩৭টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া আমন্ত্রিত অতিথি, ব্যবস্থাপনা পরিষদ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা আরো চারটি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেন। এসব বিষয়ে বিজয়ী ছাড়াও ২০১৪ সালের বার্ষিক পরীক্ষায় যারা ভালো ফলাফল করে সপ্তম থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে তাদেরকেও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন- জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিসেস ইলা হক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাহতাব উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাব মল্লিক ও সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন আসলাম, এমএবারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আলী আখতার, জীবননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হানুফা বেগম, ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা হাসনুআরা, চুয়াডাঙ্গা একাডেমীর প্রধান শিক্ষক সুকেশ কুমার সাহা ও সহকারী প্রধান শিক্ষক সেলিনা খাতুন।

Leave a comment