কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের শপথ গ্রহণকালে মিলের এমডি আজিজুর রহমান
দর্শনা অফিস: কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে কেরুজ চিনিকলের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান বলেন, শ্রমিকরা চিনিকলের প্রাণ। তাই শ্রমিকদের কর্ম দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতায় সম্ভব মিলের উন্নয়ন সাধন। আজকে যারা শ্রমিক-কর্মচারীদের নেতৃত্বে দায়িত্ব কাধে তুলে নিলেন, তাদের প্রতি আহ্বান, বিগত দিনের সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ও মান-অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে চিনিকলের উন্নয়নে কাজ করতে হবে। সেক্ষত্রে চিনিকলের উন্নয়নে প্রয়োজন কর্মমুখি নেতৃত্ব গড়ে তোলা। নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিলের মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেনের সভাপতিত্বে আরো আলোচনা করেন, নবনির্বাচিত সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, মিলের মহাব্যবস্থাপক (কৃষি) মোস্তফা কামাল, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) আব্দুল কুদ্দুস, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) মনোয়ার হোসেন, সেলস অফিসার শাহবুদ্দিন, বর্তমান পর্ষদের সহসভাপতি রেজাউল করিম, ফারুক আহম্মেদ, সহসাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জয়নাল আবেদীন, শ্রমিক নেতা শাহবুদ্দিন রিন্টু, আব্দুর রব বাবু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোশারফ হোসেন নবনির্বাচিত পর্ষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।