স্টাফ রিপোর্টার: পূর্ব শক্রুতার জের ধরে বৃদ্ধা মা, ছেলে ও ছেলের বউকে মারধর করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গার ধুতুরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হাবিবুর রহমান জানান, পূর্ব শক্রুতার জের ধরে সদর উপজেলার ধুতুরহাট গ্রামের আক্কাস আলীর ছেলে জালু, আইনাল, আলম, ইছাহাক মালিথার ছেলে শাহজাহান ও মৃত নুর মণ্ডলের ছেলে রশিদ আমার বৃদ্ধা মা রাহেলা বেগম (৮৫), আমার স্ত্রী রিজিয়া খাতুন ও আমাকে আমার বাড়িতে এসে মারধর করে।