আলমডাঙ্গা জামজামির তক্কেল শাহ’র ইন্তেকাল


কেএ মান্নান: আলমডাঙ্গা জামজামির তক্কেল শাহ আর নেই। গত রোববার রাতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। ২৫ বছর আগে তিনি মারা যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন।

আলমডাঙ্গা জামজামির বাজারপাড়ার মৃত ঝড়ু সর্দারের ছেলে তক্কেল শাহ আধ্যাত্বিক সাধক মরমী কবি লালন শাহর সান্নিধ্য লাভ করেছিলেন বলে তার অনুসারী ও পরিবারের সদস্যদের দাবি। মৃত্যুকালে তিনি স্ত্রী রেজিয়া খাতুন,দু মেয়ে-জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য শিষ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।