মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বন্ধ করুন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দামুড়হুদার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, যারা পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করে লাশের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছেন তাদেরকে জনগণ সমর্থন দেবে না। শেখ হাসিনা যেমন দেশের উন্নয়নের কথা ভাবছেন আপনিও দেশের উন্নয়নের কথা ভাবুন। তিনি বিএনপির উদ্দেশে বলেন, আপনারা ক্ষমতায় থাকাকালে ৫ম শ্রেণি পর্যন্ত বই দিয়েছেন জানুয়ারির বই মার্চ-এপ্রিলে। তাও আবার অর্ধেক পুরোনো। সামনে এসএসসি পরীক্ষা। তারাও উৎকণ্ঠিত। শুধু দল আর নিজের কথা না ভেবে দেশের কথা ভাবুন। দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করুন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে দামুড়হুদার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে নবাগত ছাত্রদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগার টগর উপরোক্ত কথাগুলো বলেন। ম্যানেজিং কমিটির সভাপতি আয়ুব আলী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজি সহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম ও আ.লীগ নেতা তাহাজ্জদ আলী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম ও সিরাজুল ইসলাম। মানপত্র পাঠ করেন ৭ম শ্রেণির ছাত্রী কনিকা খাতুন। বিদায়ী ছাত্রীদের উদ্দেশে নবম শ্রেণির ছাত্রী জেসমিন আরা, বিদায়ীদের মধ্যে ছাত্র রাকিব হাসান ও ছাত্রী রুমানা খাতুন বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন- দর্শনা পৌর আ. লীগের সভাপতি শহিদুল ইসলাম, দামুড়হুদা ইউনিয়ন আ. লীগের সভাপতি শহিদুল ইসলাম, আ.লীগ নেতা লাল মোহাম্মদ, নূর ইসলাম, শহীদ লতিফ মিল্টন, আলী মুনসুর বাবু, শাহজাহান আলী, আ. রহমান, আমিনুল ইসলাম বেল্টু, জসিম উদ্দিন চাকলা, ম্যানেজিং কমিটির সদস্য জয়নাল আবেদীন, নূরনবী, ফিরো হোসেন, উপজেলা যুবলীগ নেতা অ্যাড. আবু তালেব, আব্দুল হান্নান ছোট, মহসিন আলী, আ. সালাম ভূট্টু, আ. মালেক ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, ছাত্রলীগ নেতা শাহিন মোল্লা, আ. করিম, রাসেল, রায়হান, রুবেল, নাজমুল, রাজুসহ বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সঈদ খোকন।
হাটবোয়ালিয়া প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সোমবার আলমডাঙ্গার ভাংবাড়িয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষক কেএইচ শামসদ্দিন চান্দুর অবসর প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।
বিশেষ অতিথি ছিলেন- সুপার রুহুল আমিন, হাজি দাউদ হোসেন, মেম্বার শফি জোয়ার্দ্দার, মঈনউদ্দিন, হেলাল উদ্দিন, কেএইচ মাসুদুর রহমান, রবান প্রমুখ।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদা উপজেলার কুনিয়া চাঁদপুর সিদ্দিকিয়া দাখিল মাদরাসায় ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় মাদরাসা চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসারপ্রাপ্ত শিক্ষক আ.রহমান। বক্তব্য রাখেন- মাও. রফি উদ্দিন, ইদ্রিস আলী, শিক্ষক ইকবাল হোসেন, ইউপি সদস্য হাসান আলী, ছাত্র আতিয়ার রহমান, ইকরামুল হক প্রমুখ। বক্তব্য রাখেন সুপার সামসুল আলম। দোয়া পরিচালনা করে সহকারী শিক্ষক গোলাম মোস্তফা। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আবুল হোসেন।
ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কুড়ুলগাছি দাখিল মাদরাসার ২০১৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মাদরাসা প্রাঙ্গণে সহকারী সুপার আব্দুর রহিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি তরুণ সমাজসেবক আ.লীগ নেতা শাহ্ মো. এনামুল করিম ইনু। এ সময় উপস্থিত ছিলেন- সুপার আবুল কালাম, শিক্ষক আ. খালেক, আবু বক্কর, আ. রহমান নওশাদ আলী, সফি উদ্দিন, জান মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শফি উদ্দিন। অপরদিকে দামুড়হুদার সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক ওবায়েদুল্লাহ সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক আ. রশিদ, সাবির আহম্মেদ, আ. আলিম, মিজানুর রহমান, কাউসার আলী, জাহিদুল ইসলাম, হাফিজুর রহমান প্রমুখ।
কুড়ুলগাছি প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৫ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ওসমান গনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রুহুল আমীনসহ সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠাটি পরিচালনা করেন শিক্ষক আ.রব। শেষে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।