ভারতে দুর্ঘটনায় একই পরিবারের ১২ জন নিহত

মাথাভাঙ্গা মনিটর: ভারতের হরিয়ানা রাজ্যে দুর্ঘটনায় একই পরিবারের চার শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। ঘন কুয়াশার মধ্যে ট্রেনটি একটি ইঞ্জিনচালিত চালিত ছোট যানকে (পিকআপ) ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি ট্রেন হরিয়ানা রাজ্যের হিসার জেলায় লেভেল ক্রসিং এ থাকা যানটিকে আঘাত  করে। জেলাটির রেল পুলিশ জানিয়েছে, ট্রেনটি পাঞ্জাবের ধুরি থেকে হরিয়ানার সির্সা অভিমুখে যাচ্ছিলো। পরিবারটির সদস্যরা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলো। দুর্ঘটনায় আরো যে তিনজন আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।