কার্পাসডাঙ্গা আন্তঃপ্রাথমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

 

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা আন্তঃপ্রাথমিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপি কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক প্রতিযোগিতা সভায় দামুড়হুদা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবিদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন দামুড়হুদা প্রাথমিক শিক্ষা অফিসার নুর জাহান বেগম। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নাজমুল আহসান বাবুল, আ. আজিজ, কামাল হোসেন, আনিসুর রহমান, নাসিমা খাতুন, আ. কুদ্দুস, অভিভাবক সদস্য লুৎফর রহমান, মখলেছুর রহমান রিপন প্রমুখ। সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।