বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে আন্তঃইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। উজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এহসানুল হাবীব। এ সময় আরও উপস্থিত ছিলেন দাতা সদস্য মোনাজাত আলী, ইউপি সদস্য কায়েস উদ্দিন, আবু সালেহ, জিল্লুর রহমান, হিজলগাড়ি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা খাতুন, শিক্ষক আব্দুর রাজ্জাক, সামসুন নাহার, জাকির হোসেন, আক্তারুজ্জামান প্রমুখ। খেলায় ইউনিয়নের ১৬টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।