স্বামীর শিরশ্ছেদ

 

মাথাভাঙ্গা মনিটর: নির্যাতনকারী স্বামীর যাতনা সইতে না পেরে অবশেষে তাকে শিরশ্ছেদ করে হত্যা করেছে ভারতের তামিলনাড়ুর এক নারী। শুক্রবার রাতে এ ঘটনা ঘটানোর পর ২১ বছর বয়সী পারভীনা নামের ওই নারী নিজেই রক্তমাখা অস্ত্রসহ স্থানীয় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। পুলিশ বলেছে, নিহত এস পরিমানন অটোরিকশা চালক ছিলো। গত কয়েক বছর ধরে সে সমাজবিরোধী নানা কাজে যুক্ত হয়ে পড়েছিলো। তার বিরুদ্ধে ছিনতাই, হত্যা, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা ছিলো। জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। পরমানন এর আগে মথুমারি নামের এক নারীকে বিয়ে করেছিলো। তাদের দুটি সন্তানও রয়েছে। সে মথুমারির সাথে থাকার পরেও পারভীনাকে বিয়ে করে। তাদেরও একটি সন্তান রয়েছে।