আলমডাঙ্গা ঘোলদাড়ি বাজারের ব্যবসায়ীদের এডহক কমিটি গঠন

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার ঘোলদাড়ি বাজারের বাজার কমিটির এডহক কমিটি গঠন করা হয়েছে। আনোয়ার হাজি আহ্বায়ক ও আব্দুল ওহাবকে যুগ্মআহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি হয়। গতকাল রোববার বিকেল ৪টার দিকে ঘোলদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাজারের সকল ছোট বড় ব্যবসায়ীদের উপস্থিতিতে এডহক কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে জোড়গাছা গ্রামবাসী বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব চালিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট করে। রাতেই বাজারের উত্তেজনা ছড়িয়ে পড়ে। সূত্র ধরে গত শনিবার বিকেলে বাজারে এক প্রতিবাদ সভার আয়োজন করে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও শাস্তির দাবি জানানো হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতে ক্ষতিপূরণের দাবি মেনে নিলে পরিস্থিতি শান্ত হয়। সভায় বাজার কমিটির বিষয়টি উঠে এলে গতকাল এডহক কমিটি গঠন করা হয়েছে বলে বাজার সূত্রে জানা গেছে।