স্মার্টফোনের অ্যাপ নির্মাতা দু বিস্ময় বালক

 

মাথাভাঙ্গা মনিটর: ১২ থেকে ১৪ বছর। বর্তমান প্রজন্মের এ বয়সী শিশু কিশোদের মোবাইলে গেমস খেলতে পার‍া, কম্পিউটার ঘাঁটাঘাঁটি করতে পারাটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই বয়সে আইফোন, আইপড কিংবা যেকোনো ধরনের স্মার্টফোনের জন্য একেবারে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারার ঘটনা কি বিস্ময়কর নয়? ঠিক এমন বিস্ময়করভাবেই স্মার্টফোনের অ্যাপ্লিকেশন ডেভেলমেন্ট প্রতিষ্ঠান জিও ডাইমেনশনস পরিচালনা করছে ভারতের চেন্নাইয়ের দু ভাই ১৪ বছর বয়সী শ্রাবণ কুমারন ও ১২ বছর বয়সী সঞ্জয় কুমারন। দু বছর আগে (২০১১ সালে) নিজেদের বাড়িতেই এ প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করে দু সহোদর। সম্প্রতি জার্মানিভিত্তিক বহুজাতিক সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান এসএপি এজির উদ্যোগে বেঙ্গালোরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার ৫০০ দর্শকের সামনে এ সাফল্য নিয়ে বক্তব্য দেয় তারা। এতো অল্প বয়সে বহুমাত্রিক ধারণা ও ব্যবসায়িক পরিকল্পনার কথা তুলে ধরে সঞ্জয় বলে, যথার্থ ধারণা, কঠিন আত্মবিশ্বাস এবং অর্থ যোগানের সঠিক পরিকল্পনা থাকলে যে কেউই সাফল্য লাভ করতে পারে। সঞ্জয় জানায়, গত দু বছরে তারা ১১টি অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছে। এগুলোর সবগুলোই অ্যাপল আপ্লিকেশন স্টোর ও গুগলস অ্যানড্রয়েড প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। শ্রাবণ জানায়, দু কনিষ্ঠ প্রোগ্রাম‍ারের নির্মিত অ্যাপ্লিকেশনগুলো ৩৫ হাজারেরও বেশিবার ডাউনলোড হয়েছে। তাদের প্রথম অ্যাপ্লিকেশন ছিলো অ্যাপল অ্যাপ স্টোরের ক্যাচ মি কপ। এ অ্যাপ্লিকেশনটি গত বছর বাজারে ছাড়ার পরপরই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

Leave a comment