মাথাভাঙ্গা মনিটর: শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতেই হার! ঠিক এরপরই ১৮০ ডিগ্রি কোণে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বদলে গেল সিরিজের গতিপথ! সিরিজে ২-২ সমতা নিয়ে খেলতে নেমে গতকাল এসএসসিতে স্বাগতিকদের বিপক্ষে ১৪ রানের জয় পেলো বাংলাদেশের যুবারা। একই সাথে সিরিজও জিতে নিলো মেহেদি হাসানের দল।
বাংলাদেশের দেয়া ২১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু এনে দেন দু লঙ্কান ওপেনার লাসিথ লক্ষ্মণ ও সালিন্দু উসান। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ৮২ রান। এ জুটি ভাঙেন অফস্পিনার সঞ্জিত সাহা। সঞ্জিতের বলে ফেরার আগে লক্ষ্মণের সংগ্রহ ৪২ রান। মোহাম্মদ সাইফুদ্দিনের বলে ফেরার আগে উসানের সংগ্রহ ইনিংস-সর্বোচ্চ ৫৩ রান। একটা সময় জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছিলো শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু বাংলাদেশের স্পিন ঘূর্ণিতে হঠাৎই পথ হারিয়ে ফেলে স্বাগতিকেরা। ৩৫.৫ ওভারে ৩ উইকেটে ১৪৬ থেকে ৪৮.৫ ওভারে ১৯৮ রানে অলআউট, শেষ ৫২ রানেই লঙ্কানরা হারিয়েছে ৭ উইকেট। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো ৪৬.৫ থেকে ৪৯.৫ ওভার। মূলত এ তিনটি ওভারেই লঙ্কানদের ধসিয়ে দিয়েছে বাংলাদেশের স্পিনাররা।