আলমডাঙ্গায় ৬ টন সিসাসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ৫ হাজার ৮৬৭ কেজি সিসাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার ৫শ টাকা। গতকাল শনিবার ভোর পৌনে ৫টার দিকে আলমডাঙ্গার গিরিলাল মোদির পেট্রোল পাম্পের কাছ থেকে এগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, ভোরে চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এবং ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের যশোরের পরিচালক জাহাঙ্গীর হেসেনের সমন্বয়ে ২৩ সদস্য বিশিষ্ট একটি যৌথ বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলার গিরিলাল মোদির পাম্পের কাছে একটি ট্রাকের (যশোর-ট-১১-২০৭৭) গতিরোধ করে। এ সময় চালকসহ ৫-৬ জন চোরাচালানী ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটিতে তল্লাশি করে প্রায় ৬ টন সিসা জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক এসএম মনিরুজ্জামান জানান, ওই সিসা বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশে নেয়া হচ্ছিলো। তিনি আরও জানান, এ ধরনের সিসা সাধারণত আগ্নেয়াস্ত্রের গুলি (বুলেট) ও সেকেন্ডারি ব্যাটারির লিড (বর্তমানে নিষিদ্ধ) তৈরির কাজে ব্যবহৃত হয়। জব্দ করা ট্রাকের কাগজপত্রও ভুয়া বলে প্রমাণ হয়েছে।