কুমারখালীতে দুর্বৃত্তদের গুলিতে স্কুলশিক্ষক নিহত

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার বুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম (৪৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, রবিউল ইসলাম গত শুক্রবার রাতে তাঁর ইটভাটা থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পর আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। কুমারখালী থানার ওসি জানান, ইটভাটার ব্যবসায়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনায় জড়িত সন্দেহে ইটভাটার কর্মচারীসহ দুইজনকে আটক করা হয়েছে।