স্টাফ রিপোর্টার: বরাবরের মতো এবারো ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বোর্ডের আয়কর নীতি বিভাগের সদস্য সৈয়দ আমিনুল করিম জানান, এবার রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে এক মাস। সৈয়দ আমিনুল করিম বলেন, যারা এখনো রিটার্ন জমা দেননি তারা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জমা দিতে পারবেন। নিয়ম অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ছিলো বিবরণী জমা দেয়ার শেষ দিন। আমিনুল করিম আরো বলেন, ঈদ-পূজা মিলিয়ে অক্টোবরে ১০ থেকে ১২ দিনের মতো ছুটি থাকবে। তার আগে করদাতাদের একটি প্রস্তুতির বিষয় আছে। মূলত এ বিষয়টি বিবেচনায় রেখেই সময় বাড়ানো হযেছে। অবশ্য এনবিআরের এক কর্মকতা জানান, এবার ইটিআইএন চালু করা নিয়ে জটিলতাও রিটার্ন জমার সময় বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে।