স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বেগম খালেদা জিয়া। গতকাল শনিবার রাতে ঘুম থেকে জেগে তিনি এ মনোভাব ব্যক্ত করেন বলে তার প্রেসসচিব মারুফ কামাল খান সাংবাদিকদের জানান।
তিনি আরো বলেন, খালেদা জিয়া মানসিক ও শারীরিকভাবে বিপর্যয়ের মধ্যে আছেন। তিনি শোকার্ত ও অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিলো। ঘুম থেকে জেগে যখন তিনি জানলেন প্রধানমন্ত্রী এসেছিলেন, তখন তিনি তাকে আসার জন্য ধন্যবাদ জানান।
প্রেসসচিব বলেন, খালেদা জিয়া তাদের বলেছেন, এরপর যখনই প্রধানমন্ত্রী আসতে চাইবেন তখনই তাকে স্বাগত জানানো হবে। তিনি সাংবাদিকদের বলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রীর স্বামী ওয়াজেদ মিয়ার মৃত্যুতে খালেদা জিয়া সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন। এটা কোনো রাজেনৈতিক বিষয় নয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রীর অফিসকে জানানো হয়েছিলো, তাই এখানে প্রস্তুতি ছিলো না। জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছিলেন না। প্রধানমন্ত্রী অচমকা এসেছেন। প্রধানমন্ত্রীকে অসৌজন্য দেখানো হয়নি। প্রধানমন্ত্রী এসেছেন এটাই বড় কথা, তাকে ধন্যবাদ।