স্টাফ রিপোর্টার: দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছে সরকার। একইসাথে প্রাথমিক শিক্ষা কার্যক্রম বিঘ্ন সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। সোমবার এক প্রেসনোটে সরকারের বক্তব্য জানানো হয়। প্রেসনোটে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীত এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল উচ্চতর পর্যায়ে নির্ধারণ করার বিষয়টি সক্রিয় প্রক্রিয়াধীন। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে যথাযথ কার্যক্রম চলমান রয়েছে। অল্পকিছু সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কোনো কোনো মহলের প্ররোচনায় অহেতুক কর্মবিরতি পালনসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করছেন।