মাথাভাঙ্গা মনিটর: মিয়ানমারের সামরিক বাহিনী গত বছর ৪ শতাধিক শিশু সৈন্যকে মুক্তি দিয়েছে। এ বিষয়ে ২০১২ সালে জাতিসংঘের সাথে মিয়ানমার সেনাবাহিনীর একটি চুক্তি স্বাক্ষরের পর এতো বেশি সংখ্যাক শিশু সৈন্য এবার মুক্তি দেয়া হলো। মিয়ানমারের সামরিক বাহিনীতে বর্তমানে কতো শিশু সৈন্য রয়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি। সামরিক বাহিনীর বিরুদ্ধে শিশুদেরকে কুলির কাজ বা মাইন শণাক্তকরণের মতো ঝুঁকিপূর্ণ কাজে জোরপূর্বক নিয়োজিত করাসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। জাতিসংঘ জানায়, চুক্তি স্বাক্ষরের পর থেকে এ পর্যন্ত মোট ৫৯৮ শিশু সৈন্যকে মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে ৪১৮ জনকে গত ১২ মাসে মুক্তি দেয়া হয়। গত শুক্রবার ৪২ জন মুক্তি পায়। মিয়ানমারে জাতিসংঘের স্থায়ী সমন্বয়ক রেনাটা লক-দেসালিয়েন এক বিবৃতিতে বলেন, এক বছরের মধ্যে রেকর্ড সংখ্যক শিশু সৈন্যকে মুক্তি দেয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো নিয়মিত শিশু সৈন্য মুক্তি দেয়ার বিষয়কে স্বাগত জানালেও অনেকের দাবি, মিয়ানমারের সামরিক বাহিনী এখনও পুরোপুরি শিশু সৈন্যদের ব্যবহার বন্ধ করেনি।