দর্শনা অফিস: কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও তার সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরকে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে এমপি টগরকে ফুলেল শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, মাসুদুর রহমান, সহসভাপতি রেজাউল করিম, সহসম্পাদক জয়নাল আবেদীন, সাহেব আলী, বাবুল আক্তার, মজিবর রহমান, আ. আজিজ, বকুল, মোতালেব খান, আ. জলিল, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, ইকবাল হোসেন, মামুন শাহ, ফয়সাল, কায়েশ, ফলেহার প্রমুখ। নবনির্বাচিত শ্রমিক নেতাদের সঠিক ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এমপি টগর।
কেরুজ মাসুদ সংগঠনের পক্ষ থেকে এমপি টগরকে ফুলেল শুভেচ্ছা
