মুজিবনগর ও ডাকবাংলায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের মুজিবনগরে ও ঝিনাইদহের ডাকবাংলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজিবনগর উপজেলা শাখার উদ্যোগে এলাকায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মুজিবনগরের কেদারগঞ্জ জামে মসজিদ প্রাঙ্গণে দুস্থদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। উপস্থিত থেকে বস্ত্রপ্রদান করেন জেলা ইসলামী আন্দোলন সভাপতি খাদেমুল ইসলাম, সেক্রেটারি আবুল কালাম কাশেমী, উপজেলা সভাপতি তাজুল ইসলাম, সেক্রেটারি অমিনুল ইসলাম প্রমুখ।

ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভাতুড়িয়া মাধ্যমিক মাঠে গতকাল ঢাকাস্থ বৃহত্তর যশোর-কুস্টিয়া নির্মাণ শ্রমিকদের পরিচালনায় লিল্লাহ তহবিলের উদ্যোগে জ্যাকেট, জাম্পার, গেঞ্জি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি মো. আফসার উদ্দীন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সংগঠনের আজীবন সদস্য মিসেস আয়েশা আফসার, ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. মহি উদ্দীন বিশ্বাস, প্রধান শিক্ষক কাজী ইউনুচ আলী, সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র বিশ্বাস প্রমুখ।

Leave a comment