মেহেরপুর গণিত উৎসব ২০১৫ অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: ‘গণিত আর ভয় নয়, গণিতকে এবার করবো জয়’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মেহেরপুরে গণিত উৎসব ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার সময় জাগো মেহেরপুরের উদ্যোগে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত গণিত উৎসবের উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জাতীয় সঙ্গীত ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে আলোচনাসভায় পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পুলিশ সুপার হামিদুল আলম ও সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন। পরে গণিত উৎসবে জেলার বিভিন্ন স্কুলের এক হাজার ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়।

Leave a comment