গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা রঙশিল্পী শ্রমিক ইউনিয়নের রেজাউল ইসলামকে সভাপতি ও বজলুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। গতকাল শুক্রবার বিকেলে গাংনী মডেল প্রাথমিক বিদ্যালয়ে সদস্যদের আলোচনাসভার পর উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ইমারত নির্মাণশ্রমিক সমিতির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম, পৌর যুবলীগের সহসভাপতি জিয়া, টুটুল প্রমুখ।