দর্শনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি : মোটরশ্রমিক ইউনিয়নে মীমাংসা

 

দর্শনা অফিস: দর্শনা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনার পরদিনই দর্শনা মোটরশ্রমিক ইউনিয়নে মীমাংসা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় কেরুজ ক্লাবের সামনে দর্শনা আনোয়ারপুরের খাদেম আলীর ছেলে আশরাফ ড্রাইভার ও হারুনের ছেলে রায়হানের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। আশরাফ ও রায়হানের মধ্যে দ্বন্দ্ব হলেও গোটা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুল আলম বকুল শারীরিকভাবে লাঞ্ছিতের গুজব ছড়িয়ে পড়ে। এ গুজবে কান দিয়ে মোটরশ্রমিকরা দর্শনায় সড়ক অবরোধ করেন। এদিকে আশরাফ ও রায়হানের দ্বন্দ্ব নিরসনে গত বৃহস্পতিবার শ্রমিক ইউনিয়নে মীমাংসা বৈঠক হয়। এ ব্যাপারে ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুল আলম বকুল বিবৃতিতে জানিয়েছেন, তিনি কারো হাতে লাঞ্ছিত হননি। বৃহস্পতিবার দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বকুল।

Leave a comment